রাসেলের ব্যাটিং দেখে কবিদের প্রতিক্রিয়া

*মধুসূদন দত্ত*
*************
হে রাসেল দানবীয় শক্তির ভান্ডার,
কি রহিছে সুপ্ত সে যে বুঝিতে না পারি!
যেমতি নাগের মুখে অসহায় দাদুরী,
তেমনি সংহারিলে কোহলির দলে!

*সত্যেন্দ্র নাথ দত্ত*
****************
মারছে ছয় মারছে চার,
বল গুলো সব পগার পার ।
বোলারগুলোর মাথায় হাত,
কেকেআরের বাজি মাত।।

*রবীন্দ্রনাথ ঠাকুর*
****************
শুধু বল দুই, ছেড়ে ছিলি তুই,
বাকি সব গেছে ছয়ে-
ফুলায়ে মাসেল , আন্দ্রে রাসেল,
পরিল মুকুট জয়ে ।।

*কাজী নজরুল ইসলাম*
*********************
বিলকুল নেই ভুল-
রাসেলের ছয়, এনে দিল জয়,
বাগিচায় বুলবুল!!

*সুকুমার রায়*
************
এই দেখ ব্যাটখানি, ধরে আছি এ হাতে,
ওই দেখ বল পড়ে ,গ্যালারির মাথাতে!
বল যেই ড্রপ পড়ে , চটপট মারি তায়,
রাত্তিরে ডিনারে, রাসেলটা কি কি খায় ?

*জীবনানন্দ দাশ*
**************
আবার মারিব তারে উড়িবে আকাশ পারে,
যেমন ওড়ে রোদের গন্ধ মাখা চিল-
কালবৈশাখী হয়ে উড়ে যাবে বল,
চিন্নস্বামী থেকে দারুচিনি দ্বীপের ভিতর,
খুঁজিয়া অনিতে তারে একদিন পাড়ি দেবে
জানি ব্যাঙ্গালোর ।
ইডেন গার্ডেন্স ঘুরে পৌঁছবে সে নিউ ক্যাসেল,
রয়ে যাবে অন্ধকার, মুখোমুখি বসিবার,
বোলার আর আন্দ্রে রাসেল।

*সত্যজিৎ রায়*
***************
ওরে ব্যাঙ্গালুরু বোলার,
তোরা বল করে করবি কি তা বল?
মিথ্যে শুধু ইয়র্কার ফেলে,
কি করবি রাসেল এলে?
ছয়ে ছয়ে, আসবে যে জয় ,
হারবে যে তোর দল ।।
তোরা বল করে করবি কি তা বল।

*বৈকুণ্ঠ মল্লিক*
**************
অবাক প্রতিভা তুমি,
আসিয়া এ ভবে-
ব্যাটে বল লাগালেই,
জানি ছয় হবে!
আহা কি হাতের গুলি,
আহা কি মাসেল-
তোমারে নমি আমি,
আন্দ্রে রাসেল।।

Composed by
RawHitz